International

3 months ago

Rajnath Singh : বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার ক্ষমতা রাখে ভারত ও আমেরিকা : রাজনাথ সিং

Rajnath singh (symbolic picture)
Rajnath singh (symbolic picture)

 

ওয়াশিংটন, ২৩ আগস্ট : বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার ক্ষমতা রয়েছে ভারত ও আমেরিকার। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "ভারত ও আমেরিকা স্বাভাবিক মিত্র। আমি বিশ্বাস করি, ভারত ও আমেরিকা বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার ক্ষমতা রাখে...প্রতারণা আমাদের চরিত্রে নেই। আমরা প্রতারিত হতে পারি, কিন্তু আমরা কখনই অন্যকে ঠকাতে পারি না। এই বার্তাই বিশ্বের কাছে পৌঁছন উচিত। আমরা সেই দেশ, যে দেশ সমগ্র বিশ্বকে ‘বসুধৈব কুটুম্বকম’ বার্তা দিয়েছি। আমাদের দেশে যারা বাস করেন তাঁরা শুধু আমাদের পরিবারের সদস্য নয়, বিশ্বের সবাই দেশ, ধর্ম অথবা সম্প্রদায় নির্বিশেষে একই পরিবারের সদস্য। ‘সমগ্র বিশ্ব একটি পরিবার’, যদি এমন কোনও দেশ থেকে থাকে যারা এই বার্তা দিয়েছে, তা হল একমাত্র ভারত। সবাই এটা করতে পারে না, শুধুমাত্র একটি আধ্যাত্মিক দেশ এটা করতে পারে।"

প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, 'আগে আমরা সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করতাম। যখন আমাদের সরকার ক্ষমতায় আসে তখন প্রতিরক্ষা রফতানি ছিল ৬০০ কোটি টাকা, এখন ১০ বছর পর তা ২৩,০০০ কোটি টাকায় পৌঁছেছে।" রাজনাথ আরও বলেছেন, "আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আন্তর্জাতিক মহলে ভারতের মর্যাদা বেড়েছে। এর আগে ভারতের মতামতকে যতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ছিল, ততটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। কিন্তু, এখন ভারত যখন বৈশ্বিক ফোরামে কিছু বলে, বিশ্ব মনোযোগ দিয়ে শোনে। মরগান স্ট্যানলি বলেছেন, ২০২৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতিতে থাকা থেকে কেউ আটকাতে পারবে না।

You might also like!