International

10 months ago

Bangladesh :ভোট ও ধর্মঘট ঘিরে ঢাকায় গণপরিবহন সংকট, ভোগান্তি চরমে

Public transport crisis in Dhaka around the vote and strike, the suffering is extreme
Public transport crisis in Dhaka around the vote and strike, the suffering is extreme

 

ঢাকা, ৬ জানুয়ারি : রবিবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই ভোটকে ঘিরে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বিএনপি-সহ সমমনোভাবাপন্ন দল ও জোটগুলি।

শনিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়। ভোট ও বিরোধী দলগুলির ধর্মঘটকে কেন্দ্র করে ঢাকার সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকার খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় রাস্তায় খুবই কম সংখ্যক গণপরিবহন চলাচল করছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও কম চলাচল করছে। ফলে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ ও অফিসগামী যাত্রীদের বাসের জন্য বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

You might also like!