নয়াদিল্লি ও টোকিও, ২৯ আগস্ট : জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে উন্নয়নের ক্ষেত্রে ভারত-জাপানের পারস্পরিক আদানপ্রদান আরও শক্তিশালী হবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে আলোচনা হবে তাঁর।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে জানিয়েছেন, টোকিওতে অবতরণ করলাম। ভারত ও জাপানের উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার সঙ্গে সঙ্গে, আমি এই সফরের সময় প্রধানমন্ত্রী ইশিবা এবং অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য উন্মুখ, এইভাবে বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর করার এবং সহযোগিতার নতুন পথ অন্বেষণের সুযোগ তৈরি করবে।
Landed in Tokyo. As India and Japan continue to strengthen their developmental cooperation, I look forward to engaging with PM Ishiba and others during this visit, thus providing an opportunity to deepen existing partnerships and explore new avenues of collaboration.… pic.twitter.com/UPwrHtdz3B
— Narendra Modi (@narendramodi) August 29, 2025