ঢাকা, ২৭ সেপ্টেম্বর : বাংলাদেশে আচমকাই বেড়ে গেল রুপোলি শস্যের দাম, এই দাম বৃদ্ধির জন্য ভারতে রফতানিকেই দায়ী করছেন বাংলাদেশিরা। শুক্রবার, বাংলাদেশে ছুটির দিনে বাড়তি দামে ইলিশ বিক্রি হয়েছে ঢাকার বাজারে। দুই সপ্তাহ আগে যে দাম ছিল, তার চেয়ে অন্তত ৩০০ টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার সকালে ঢাকার কারওয়ান বাজারের আড়ত-সহ আশপাশের খুচরা বাজারে বেশি দামেই বিক্রি হয়েছে রুপোলি শস্য। কারওয়ান বাজারে আড়তের বাইরে খুচরা বাজারে এক থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা। তুলনামূলক ছোট ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হয়েছে এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকায়। আর ২৫০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৬০০ থেকে এক হাজার টাকা।
বর্তমান অন্তর্বর্তী সরকার প্রথমে ভারতে ইলিশ মাছ রফতানি বন্ধের ঘোষণা করে। এতে মাছের বাজারে কিছুটা স্বস্তি ফেরে। কয়েকদিন তুলনামূলক কম দামে বিক্রি হয় ইলিশ। কিন্তু ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার ইলিশ রফতানির সিদ্ধান্তের ঘোষণা করলে বেড়ে যায় ইলিশের দাম। সেই বাড়তি দামেই চলছে কেনাকাটা।