দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট ভুখন্ড ব্রুনেই। মঙ্গলবার সেই ব্রুনেই সফরে সেই দেশে গিয়ে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি পান রাজকীয় সম্বর্ধনা। প্রধানমন্ত্রীকে সেই দেশে স্বাগত জানান, ব্রুনেইয়ের ক্রাউন প্রিন্স, হাজি আল-মুহতাদি বিল্লাহ। উপস্থিত ছিলেন ব্রুনেইয়ের প্রধানমন্ত্রী এবং অন্যান্য পদস্থ মন্ত্রীরা।
প্রায় ৪০ বছর আগে, ব্রুনেইয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল ভারত। অথচ, এই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার এই রাজতান্ত্রিক ইসলামী দেশে কোনও দ্বিপাক্ষিক সফরে এলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। ভারত চাইছে ওই দেশের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হবে। সূত্রের খবর, ভারতের পক্ষ থেকে ব্রুনেইতে খোলা হবে ভারতীয় হাইকমিশনের একটি নতুন চ্যান্সারি, যার উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীকে পেয়ে সেই দেশের ভারতীয়রা আনন্দে উত্তেজিত হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী মোদী যে হোটেলে থাকছেন, সেখানে ভিড় জমিয়েছিলেন বহু অনাবাসী ভারতীয়। সঙ্গে ছিল তাদের সন্তানরাও। তাদের মধ্যে অনেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি এঁকে এনেছিলেন। প্রধানমন্ত্রী সেই হাতে আঁকা ছবিগুলিতে স্বাক্ষর করে দেন। ব্রুনেইয়ের ভারতীয়দের দেখা যায় ঢাক-ঢোল বাজিয়ে মোদীকে স্বাগত জানাতে। “মোদী, মোদী” স্লোগানও ওঠে সর্বত্র। মুখরি হয়ে ওঠে ব্রুনেই। বুধবার ব্রুনেইয়ে ভারতের ভারতীয় হাইকমিশনের একটি নতুন চ্যান্সারির উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। তারপর ব্রুনেইয়ের বর্তমান সুলতানের বাবার তৈরি একটি বিখ্যাত মসজিদ পরিদর্শন করবেন তিনি। ভারত-ব্রুনেই সম্পর্ককে আরও জোরদার করতে ব্রুনেইয়ের সুলতান, হাজি হাসানাল বলকিয়ার সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী মোদী। স্বাভাবিক কারণেই ভারতের এক নতুন মিত্র দেশ হয়ে উঠতে চলেছে ব্রুনেই।