International

11 months ago

Shireen Mazari Arreted: গ্রেফতার বেআইনি, অবিলম্বে শিরিন মাজারিকে মুক্তির আদেশ লাহোর হাইকোর্টের

Shireen Mazari PTI Leader ( File Picture )
Shireen Mazari PTI Leader ( File Picture )

 

ইসলাম্লামাবাদ, ২২ মে:  তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র নেতা শিরিন মাজারির গ্রেফতারকে ‘বেআইনি’ ঘোষণা করেছেন লাহোর হাইকোর্টের (এলএইচসি) রাওয়ালপিন্ডি বেঞ্চ। একইসঙ্গে আদালত তাকে অবিলম্বে মুক্তির আদেশ দিয়েছেন।

সোমবার শুনানি সময় মাজারির মেয়ে এই পদক্ষেপকে বেআইনি, অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে ঘোষণা করার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। শুনানির সময় আদালতের বিচারপতি আওরঙ্গজেব উল্লেখ করেন, ইসলামাবাদ পুলিশ ডেপুটি কমিশনারের জারি করা আদেশ মেনেছে এবং আদালতের আদেশ লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, ১২ মে ভোরে শিরিন মাজারিকে গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশ।

You might also like!