ঢাকা, ৮ জুলাই :আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে। সোমবার ভোররাতে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দিনকয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তারপরে বাড়ি ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এই কারণে তাঁকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
রবিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাই মেডিক্যাল বোর্ডের পরামর্শে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, এখন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস ছাড়াও বিভিন্ন জটিলতা এবং রোগে ভুগছেন। কয়েকদিন আগেই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শরীরে স্থায়ী পেসমেকার বসানো হয়। গত ২ তারিখে গুলশানের ফিরোজা বাড়িতে ফেরেন তিনি।