International

1 year ago

Indonesia earthquake : ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া; মৃত্যু বেড়ে ২৬৮, গৃহহীন অসংখ্য মানুষ

indonesia earthquake toll rise to 268
indonesia earthquake toll rise to 268

 

জাকার্তা, ২৩ নভেম্বর : বেড়েই চলেছে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা। পাশাপাশি এখনও অনেক বাসিন্দার খোঁজ মেলেনি। বুধবার সকাল পর্যন্ত ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু হয়েছে ২৬৮ জনের। গত সোমবার দুপুরে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার মাটি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। ঠিক ওই সময়ে একাধিক স্কুল খোলা ছিল। পড়াশোনার সময় কেঁপে ওঠে স্কুল। তাতে বেশ কয়েক জন পড়ুয়ার প্রাণহানি হয়েছে। পাশাপাশি, কয়েকটি গ্রামে বড়ি-ঘর ভেঙে পড়ে হুড়মুড় করে। ধস নামে এলাকায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫১ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজখবর করছে প্রশাসনের বিভিন্ন দল। এ বারের ভূকম্পনের উৎস ছিল রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে পশ্চিম জাভার সিয়ানজুরে। সেখানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গৃহহীন অসংখ্য মানুষ এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন।

You might also like!