দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত থেকে আরও বেশি করে ধর্মপ্রাণ মানুষ যাতে হজে যেতে পারেন, তারজন্য উদ্যোগ নিল মোদী সরকার। সৌদি আরবের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, দেড় লাখের বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ যেতে পারবেন হজে।
বর্তমানে সৌদি আরব সফর করেছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। হজ নিয়ে জেড্ডায় সৌদির হজ সংক্রান্ত মন্ত্রকের মন্ত্রী তৌফিক বিন ফাওজানের সাথে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকের পর একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুয়ারে, চলতি বছর থেকে ১.৭৫ লাখের বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ হজে যেতে পারবেন।
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর ১ লাখ ৪০ হাজার মুসলিম ধর্মাবলম্বীরা ভারত থেকে হজে যেতে পারতেন। এবার থেকে কোটা বৃদ্ধি পেয়ে হল ১ লাখ ৭৫ হাজার। এতে ধর্মপ্রাণ মানুষরা উপকৃত হবে বলে জানানো হয়েছে। ২০২৪ সালে যাঁরা হজে যেতে ইচ্ছুক, গ্রুপ অপরেটরদের মাধ্যমে যেতে পারবেন বলে মন্ত্রকের তরফে বলা হয়েছে।
২০২৪ সালে হজযাত্রীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে সৌদি আরবের সঙ্গে ভারত সরকারের চুক্তির কথা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন স্মৃতি ইরানি। সেই সঙ্গে ভারত থেকে যাওয়া যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন। যাত্রী কোটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হজে যাতে অধিক সংখ্যক মহিলা যেতে পারেন, তারজন্য কেন্দ্র উৎসাহিত করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রী আরো জানিয়েছেন যে শুধু যাত্রী কোটা বৃদ্ধি নয়, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেছেন, এর মধ্যে চিকিৎসা সুবিধার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। চুক্তির ফলে ভারত ও সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় হল বলে মনে করছেন স্মৃতি।