Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

International

1 year ago

Drone and missile attacks in Ukraine overnight:ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

Drone and missile attacks in Ukraine overnight
Drone and missile attacks in Ukraine overnight

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিয়েভকে দেওয়া মার্কিন অস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহার করা হবে কি না, তা নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো নিশানা করে গতকাল শুক্রবার রাতভর শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী আজ শনিবার এসব হামলার তথ্য জানায়।

ইউক্রেন জানিয়েছে, রুশ বাহিনীর গতকালে হামলায় চারজন আহত হয়েছেন। আজ এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে শত্রুরা ইউক্রেনে অন্তত ৫৩টি ক্ষেপণাস্ত্র ও ৪৭টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ৩৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৬টি ড্রোন ভূপাতিত করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন।

দেশটির বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় দুটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রগুলোর অবস্থান কোথায় এ বিষয়ে কিছু জানানো হয়নি। বিদ্যুৎ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জ্বালানি খাতের জন্যএটা ছিল আরও একটা কঠিন রাত।

এদিকে ইউক্রেনের জ্বালানিবিষয়ক মন্ত্রী জার্মান গালুশেঙ্কো জানিয়েছেন, দোনেৎস, নিপ্রোপেত্রভস্ক, কিরোভোগ্রাদ, ইভানো-ফ্রাঙ্কিভিস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলে বিভিন্ন অবকাঠামো নিশানা করে হামলা চালিয়েছে রাশিয়া। এ কারণে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

লিভিভের আঞ্চলিক গভর্নর মাকসিম কজিতস্কি বলেছেন, রুশ বাহিনীর হামলায় পোল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলে চারজন আহত হয়েছেন। এ ছাড়া হামলায় তিনটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি উৎপাদানকারী প্রতিষ্ঠান ডিটেক জানিয়েছে, তাদের দুটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রটির যন্ত্রপাতির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলার জবাব দিতে তাদের সেনারা ইউক্রেনের সামরিক ও শিল্প কমপ্লেক্স এবং বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাচ্ছে।

রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনা লক্ষ্য করে এ বছর ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে যুদ্ধে ধীরে ধীরে সাফল্য অর্জন করছে রুশ বাহিনী। এমন প্রেক্ষাপটে ক্রেমলিনের ওপর চাপ বাড়াতে ড্রোন হামলা করছে ইউক্রেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে পশ্চিমাদের দেওয়া সামরিক সহায়তা আসতে শুরু করেছে। কিন্তু গত দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিভিন্ন জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাদের অব্যাহত বোমাবর্ষণে দেশটির তাপ ও পানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে লোডশেডিং। এমন অবস্থান ইউক্রেনকে সর্বোচ্চ বিদ্যুৎ আমদানি করতে হয়েছে।

You might also like!