International

1 year ago

Degital India : যে সমস্ত দেশ ডিজিটাল রূপান্তর করতে চাইছে, তাঁদের জন্য ভারত একটি রোল মডেল : ডোরিন বোগদান

Doreen Bogdan
Doreen Bogdan

 

নয়াদিল্লি, ২২ মার্চ  : যে সমস্ত দেশ ডিজিটাল রূপান্তর করতে চাইছে, তাঁদের জন্য ভারত একটি রোল মডেল। বললেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ডোরিন বোগদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নতুন দিল্লিতে নতুন আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এর এরিয়া অফিস এবং উদ্ভাবনী কেন্দ্রের সূচনা করেছেন। এই অনুষ্ঠানেই আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ডোরিন বোগদান বলেছেন, যে সমস্ত দেশ ডিজিটাল রূপান্তর করতে চাইছে তাঁদের জন্য ভারত একটি রোল মডেল৷ ভারত হল বিশ্বের অন্যতম বড় স্টার্টআপ ইকোসিস্টেম, ডিজিটাল পেমেন্ট মার্কেট এবং প্রযুক্তিগত কর্মশক্তির আবাসস্থল।

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ডোরিন বোগদান আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও নেতৃত্বে ডিজিটাল ইন্ডিয়া আধার, ইউপিআই এবং অন্যান্যের মতো গেম পরিবর্তনকারী উদ্যোগের সঙ্গে প্রযুক্তি উদ্ভাবন এবং অভিযোজনে দেশকে এগিয়ে রেখেছে। তাঁর কথায়, ভারতে উদ্ভাবন দ্রুতগতিতে এবং কম খরচে হচ্ছে, এর আগে কখনও এমনটা দেখা যায়নি।

রাষ্ট্রসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত বিশেষ এই সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সদর দফতর হল জেনিভায়। গত বছর মার্চে ভারত এই এরিয়া অফিস গড়ে তোলার জন্যে আইটিইউ-এর সঙ্গে চুক্তি বদ্ধ হয়। নতুন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টার নতুন দিল্লি থেকে কাজ করবে এবং ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান এবং ইরানকে সেবা প্রদান করবে।


You might also like!