দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ
রবিবার সন্ধ্যাতেই বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমেল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সকাল ৯টা পর্যন্ত দুজন মারা গিয়েছে বলে বলে জানিয়েছে প্রশাসন। বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে যাওয়ার সঙ্গেই বাংলাদেশের বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, এই সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদের সাহায্য করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কারণে সব মন্ত্রকের কর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।