International

10 months ago

Bangladesh:বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Courtesy meeting of the Indian High Commissioner appointed in Dhaka with the Minister of State
Courtesy meeting of the Indian High Commissioner appointed in Dhaka with the Minister of State

 

ঢাকা ২৩ জানুয়ারি : বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি’র সাঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাত করেন। আজ ২৩ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয় সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।এ সময় নৌপরিবহ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সমুদ্র, নদী ও পোর্ট সম্পর্কে আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু। ভারতের সাথে সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকে রক্ত দিয়ে লেখা। ভারত বাংলাদেশের সকল ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। উন্নয়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সরকার যে সকল পদক্ষেপ নিবে তার সাথে তারা থাকবে। দু'দেশের মধ্যে কানেক্টিভিটি আরও এগিয়ে নিতে কাজ করবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পায়রা বন্দর হচ্ছে। পায়রা বন্দরকে ঘিরে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের আগ্রহ আছে। দু'দেশের মধ্যে নৌপর্যটন শুরু হয়েছে। অন এরাইভল ভিসা নিয়ে কিছুটা সমস্যা আছে। এটি আরও সহজ করার জন্য কাজ করছেন।

You might also like!