International

9 months ago

Brain-machine by Elon Musk : প্রথম মানুষের ব্রেনে বসল ‘ব্রেন-মেশিন’! কী বললেন কোটিপতি মাস্ক?

Elon Musk (File Picture)
Elon Musk (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইলন মাস্কের স্টার্টআপ সংস্থা নিউরালিঙ্ক দাবি করেছিল তারা এমন ব্রেন-মেশিন বানিয়েছে যা মানুষের ব্রেনে ফিট করে দিলেই মন ও মস্তিষ্কের সব দুরারোগ্য ব্যধি সেরে যাবে। এই ব্রেন-মেশিন এতদিন গবেষণার স্তরে ছিল। এই প্রথম মানুষের শরীরে তার ট্রায়াল শুরু হল। স্পেস এক্স ও টুইটার কর্তা ইলন মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, প্রথবার মানুষের ব্রেনে বসানো হয়েছে ওই মেশিন। দিব্যি চলছে। মস্তিষ্কের সঙ্গে মানিয়ে নিয়েছে ব্রেন-চিপ। এবার সব রোগ সেরে যাবে। 

আমেরিকার এই নিউরোটেকনোলজির সংস্থার গবেষণা মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জটিল রোগ নিয়ে।  অবসাদ, উদ্বেগ, অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার থেকে স্লিপিং ডিসঅর্ডার—মস্তিষ্কের জটিল রোগ সারাতে নতুন রকম 'ব্রেন-মেশিন' তৈরি করছে নিউরালিঙ্ক। ব্রেন-মেশিনের হিউম্যান ট্রায়ালের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

মানুষের মস্তিষ্কে মেশিন বসিয়ে জটিল রোগ সারানোর পদ্ধতি এই প্রথম। ইলন মাস্কের নিউরালিঙ্ক কর্পোরেশন এমন যন্ত্র তৈরি করছে যা কিনা মানসিক অবসাদ থেকে মুক্তি দেবে মানুষকে। মস্তিষ্কের ক্ষতও সারাবে। ইলন মাস্ক দাবি করেছেন, ডিমেনশিয়া, ডিপ্রেশন, পার্কিনসন্সের মতো রোগ সারাতে পারবে ব্রেন-মেশিন। এমনকী স্নায়ুর জটিল রোগও সারিয়ে তুলবে ধীরে ধীরে। প্রথমবার মানুষের ব্রেনে বসানোর পরে দেখা গেছে, নিউরনের হাল হকিকত পরিষ্কার দেখাচ্ছে ওই মেশিন। ব্রেনের কোথায় ক্ষত তৈরি হয়েছে, কোন স্নায়ুতে গণ্ডগোল তাও দেখাতে পারবে ব্রেন-মেশিন। 

নিউরালিঙ্কের এই গবেষণায় সহযোগিতা করছে ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্ট এজেন্সি। এই গবেষণার সঙ্গে জড়িত জাস্টিন স্যানচেজ জানিয়েছেন, বিশ্বজুড়ে ২ লক্ষের বেশি মানুষ মস্তিষ্কের রোগে ভোগেন। ‘অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেসন অ্যাসোসিয়েশন অব আমেরিকা’ (ADAA) তাদের একটি গবেষণার রিপোর্টে বলেছিল, অতিরিক্ত উদ্বেগ থেকেই ‘জেনারালাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার’ (GAD) হয়।

You might also like!