Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

International

10 months ago

Bird flu warning issued in Brazil: ব্রাজিলে বার্ড ফ্লু সতর্কতা জারি করা হয়েছে

Bird flu warning issued in Brazil
Bird flu warning issued in Brazil

 

ব্রাসিলিয়া, ২৩ মে :ব্রাজিলে এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে। সম্প্রতি বেশ কিছু প্রাণীর দেহে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ কারণে দেশটিতে আগামী ছয় মাসের জন্য প্রাণী বিষয়ক স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। দেশটির এসপিরিতো সান্তো রাজ্যে সাতটি কেস শনাক্ত হয়েছে। এছাড়া রিও ডি জেনেইরো রাজ্যেও একটি কেস শনাক্ত হয়েছে। খবর বিবিসির।

অতি সংক্রামক এইচ৫এন১ ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে এই সতর্কতা কাজে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সরকার এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারবে।বিশ্বের মুরগীর মাংসের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হচ্ছে ব্রাজিল। বছরে দেশটি প্রায় এক হাজার কোটি ডলারের মুরগীর মাংস রপ্তানি করে থাকে। দেশটির দক্ষিণাঞ্চলই মূলত সবচেয়ে বড় উৎপাদন এলাকা। তবে কর্তৃপক্ষ বলছে, যেসব কেস শনাক্ত হয়েছে সেগুলো ওই এলাকা থেকে দূরে।

কোনো একটি ফার্মে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে তা দ্রুত অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে পারে। এরপরে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। সে কারণে সতর্কতা হিসেবে পুরো দেশেই আগামী ১৮০ দিনের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

২০২১ সালে অক্টোবর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর আগে এই ভাইরাসে এত পাখির মৃত্যু হয়নি। এমনি পাখি থেকে অন্যান্য প্রাণীর মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রাণীর দেহ থেকে এটি মানুষের মধ্যেও ছড়াচ্ছে কিনা সে বিষয়টি নজরে রাখা হবে।


You might also like!