International

7 months ago

Joe Biden and Benjamin Netanyahu:ফোনে নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন বাইডেন

Joe Biden and Benjamin Netanyahu
Joe Biden and Benjamin Netanyahu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় ত্রাণকর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের হামলার পরে গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। ওই হামলা ভুলবশত চালানো হয়েছিল বলেছে ইসরায়েল।

ইসরায়েলকে বরাবরই সমর্থন দেন বাইডেন। তবে এই প্রথমবারের মতো সহায়তা ও অস্ত্র বন্ধ করে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। এতে ছয় মাস ধরে চলা যুদ্ধে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস বলেছে, বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে ৩০ মিনিট ধরে আলোচনা হয়েছে। বাইডেন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখতে, মানুষের কষ্ট কমাতে ও ত্রাণকর্মীদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে বিশেষ, সুনির্দিষ্ট ও পরিমিত পদক্ষেপ ঘোষণা করতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।

হোয়াইট হাউস বিবৃতিতে আরও বলেছে, ইসরায়েল এসব ক্ষেত্রে কতটা পদক্ষেপ নিয়েছে তার ওপর মার্কিন নীতি নির্ভর করছে।ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হলো ওয়াশিংটন। জাতিসংঘে বেশির ভাগ সময় ইসরায়েলের কূটনৈতিক ঢাল হিসেবে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র।

তবে ইসরায়েল ও গাজায় যুক্তরাষ্ট্র বিশেষ নীতিগত কোনো পরিবর্তন আনবে কি না, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, শিগগিরই ইসরায়েল তাদের গৃহীত পদক্ষেপের ঘোষণা দেবে বলে ওয়াশিংটন আশা করছে।

হোয়াইট হাউস আরও বলেছে, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।ফিলিস্তিনের গাজায় ছয় মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে।

You might also like!