International

10 months ago

Ayodhya connected with ahmedabad: আকাশপথে যুক্ত অযোধ্যা ও আহমেদাবাদ, প্রথম বিমানের যাত্রার সূচনা করলেন সিন্ধিয়া এবং যোগী

Ayodhya connected with ahmedabad (Symbolic Picture)
Ayodhya connected with ahmedabad (Symbolic Picture)

 

লখনউ, ১১ জানুয়ারি: এবার আকাশপথে যুক্ত হল অযোধ্যা ও আহমেদাবাদ। বৃহস্পতিবার সকালে সবুজ পতাকা নেড়ে অযোধ্যা এবং আহমেদাবাদের মধ্যে প্রথম বিমানের যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং-সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন বলেছেন, "২০১৪ সালে মাত্র ৬টি বিমানবন্দর ছিল উত্তর প্রদেশে এবং এখন রাজ্যে অযোধ্যা বিমানবন্দর-সহ ১০টি বিমানবন্দর রয়েছে। আগামী বছরের মধ্যে উত্তর প্রদেশে আরও ৫টি বিমানবন্দর হবে। আজমগড়, আলিগড়, মোরাদাবাদ, শ্রাবস্তী এবং চিত্রকুটে একটি করে বিমানবন্দর আগামী মাসে উদ্বোধন করা হবে। এই বছরের শেষ নাগাদ জেওয়ারে একটি আন্তর্জাতিক স্তরের বিমানবন্দরও প্রস্তুত হয়ে যাবে।" সিন্ধিয়ার কথায়, "গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করেন। আজ অযোধ্যকে আমরা আহমেদাবাদের সঙ্গে যুক্ত করলাম।"


You might also like!