করাচি, ৭ অক্টোবর : পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জন বিদেশি নাগরিকের। এছাড়াও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। মৃত ৩ বিদেশি নাগরিকের মধ্যে দু'জন চিনা নাগরিক। আহতদের মধ্যেও রয়েছেন একজন চিনা নাগরিক। রবিবার রাতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জার।
করিমাবাদ, ডিফেন্স এবং জামশেদ রোড-সহ শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইস্ট আজফার মহেসার বলেছেন, "প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়, যা অন্য বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। সন্ত্রাসের যোগ রয়েছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে।"
চিনা দূতাবাসের পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়েছে, ৬ অক্টোবর রাত এগারোটা নাগাদ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের চিনা কর্মীদের বহনকারী একটি কনভয়ে হামলা হয়। এতে দুই চিনা নাগরিকের মৃত্যু হয়েছে এবং একজন চিনা নাগরিক আহত হয়েছেন।