West Bengal

7 months ago

Narendra Modi:"আপনারা মা বোনেরাই আমার পরিবার", সভায় মন্তব্য মোদীর

Narendra Modi
Narendra Modi

 

উত্তর ২৪ পরগনা, ৬ মার্চ  : “ইন্ডি জোটের দুর্নীতিগ্রস্ত লোকেরা আমার পরিবার নিয়ে প্রশ্ন তুলেছে। ওঁরা প্রশ্ন তুলেছেন মোদীর পরিবার কোথায়? পরিবারতান্ত্রিকরা এখানে এসে দেখে যান কে আমার পরিবার। আপনারা মা বোনেরাই আমার পরিবার। গোটা দেশ বলছে আমরা মোদীর পরিবার। ১৪০ কোটি দেশবাসী আমার পরিবার।”

বুধবার বারাসতের মঞ্চে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘জয় মা দুর্গা’ ও ‘জয় মা কালী’ ধ্বণি দেন তিনি। বলেন, “আমার জন্য বাংলার মা বোনেরা দুর্গার মত রুখে দাঁড়ায়।“ মোদীর কষ্ট হলে এই মা বোনেরা তাঁকে কবচের মত রক্ষা করে।

বাংলার নারীশক্তির বন্দনা করতে গিয়ে বলেন, “বাংলা নারীশক্তির প্রাণকেন্দ্র। তৃণমূলের মাফিয়ারাজ শেষ করতে এই নারীশক্তি নেমে পড়েছে।” রানি রাসমণি,

প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বীনা দাস, ভগিনী নিবেদিতা, সরলা দেবীর মত অগ্নিকন্যাদের নামোল্লেখ করে অভিযোগ তোলেন, “এখন তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না”।

তিন দিন ধরে বিজেপির নারী শক্তি বন্দনা কর্মসূচি চলছে গোটা দেশে। বুধবার বারাসতে সেই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান ছিল। উলুধ্বণি ও শঙ্খধ্বণির মাঝেই বারাসতের মঞ্চে শুরু হয় প্রধানমন্ত্রীর বক্তৃতা। কিছু বিশিষ্ট মহিলাকে সম্বর্ধনা দেন প্রধানমন্ত্রী।

এদিন, এর আগে বারাসতের কাছারি ময়দানে সভায় যাওয়ার জন্য হেলিকপ্টারে থেকে বিমানবন্দরে নেমে ১১টা ৩৯ মিনিটে রওনা হন প্রধানমন্ত্রী। ১১টা ৫২-তে পৌঁছোন গন্তব্যে। মঞ্চে ওঠেন ১২টা ৯ মিনিটে। প্রধানমন্ত্রীকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে স্বাগত জানাতে অনুরোধ করেন অগ্নিমিত্রা পাল। আংশিক সাড়াও আসে দর্শকাসন থেকে।জনসভার মঞ্চে উঠলে প্রধানমন্ত্রীকে দেবী কালীর মূর্তি এবং মালা দিয়ে সম্মানিত করা হয়।

মোদীকে স্বাগত জানাতে বক্তৃতা দেন হুগলির সাংসদ এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার প্রধান তথা তামিলনাড়ুর বিধায়ক বনতি শ্রীনিবাসন প্রমুখ। বারাসতে মোদীর বক্তৃতা মঞ্চে হাজির ছিলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু। সঞ্চালনা করেন বিজেপির নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারও।

রেল এবং বিদ্যুতের প্রকল্পের উদ্বোধনে গত সপ্তাহেই কৃষ্ণনগর এবং আরামবাগে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই এ সপ্তাহে আবার রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে লোকসভা নির্বাচন তার আগে নানা প্রকল্পের উদ্বোধনে মোদীর কয়েকদিন অন্তর রাজ্যে আসাকে লোকসভা ভোটের প্রচার হিসাবেই ব্যাখ্যা করছে কেন্দ্রে বিরোধী দল এবং রাজ্যে শাসক দল তৃণমূল


You might also like!