West Bengal

2 months ago

kishanganj waterlogging : কিষাণগঞ্জের একাধিক গ্রাম জলমগ্ন , উদ্বিগ্ন গ্রামবাসীরা

kishanganj waterlogging (symbolic picture)
kishanganj waterlogging (symbolic picture)

 

কিষাণগঞ্জ, ১০ জুলাই ঃ কিষাণগঞ্জ জেলায় টানা বৃষ্টির জেরে জলমগ্ন বহু গ্রাম। ফলে ক্রমশ সমস্যা বাড়ছে গ্রামবাসীদের। কোচধামন ব্লকের দুর্গাপুরে জল জমার জেরে বহু বাসিন্দা দুর্ভোগের মধ্যে পড়েছেন। স্থানীয় গ্রামবাসীরা জানান, বৃষ্টির জল রাস্তা ছাপিয়ে বাড়ির উঠোনেও জমে যাচ্ছে। এলাকার নিকাশির অবস্থা বেহাল। ফলে জল বেরোতে না পেরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে মত স্থানীয়দের। জানা গেছে, বগলবাড়ি পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডেও জল জমার কারণে বহু মানুষ সমস্যায় পড়েছেন। এ প্রসঙ্গে স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে বাড়িও জলে ভাসছে। পাশাপাশি হিম্মত নগর পঞ্চায়েতের শাহপুরও জলমগ্ন। শাহপুরবাসী জেলা প্রশাসনের কাছে যাতায়াতের জন্য নৌকার দাবি জানিয়েছেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে।

You might also like!