West Bengal

4 months ago

Tufanganj was destroyed by the storm:ঝড়ের তান্ডবে তছনছ তুফানগঞ্জ; ভেঙে পড়ল অজস্র গাছ, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল

Tufanganj was destroyed by the storm;
Tufanganj was destroyed by the storm;

 

কোচবিহার, ২৯ মে : উত্তরবঙ্গে তাণ্ডবলীলা চালাল ঝড়! বুধবার ভোররাতে হঠাৎ ঝড়ে কার্যত তছনছ হয়ে গেল তুফানগঞ্জের ১ নম্বর ব্লক। বুধবার ভোররাতে হঠাৎ প্রবল ঝড় ওঠে। এক ধাক্কায় তছনছ হয়ে যায় কোচবিহারের তুফানগঞ্জ এলাকা। কিছুক্ষণের ঝড়ে কার্যত বিপর্যস্ত ১ নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় ৩০টিরও বেশি বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে ও গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে তুফানগঞ্জ-বালাভূত রাজ্য সড়ক।

বুধবার ভোররাত দু''টো নাগাদ ঝড়ের তাণ্ডবে কোচবিহারের তুফানগঞ্জ নাককাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা তছনছ হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়ে, ৩০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন।

ভোররাত দু''টো নাগাদ তুফানগঞ্জের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। বাড়ির ওপর ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছ। ঝোড়ো হাওয়ায় মুহূর্তে উড়ে যায় টিনের ছাউনি। রাতের ঝড়ের পর নাককাটিগাছ এলাকার বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন হয়ে রয়েছে। ঝড়ে রাত কাটলেও প্রশাসনের দেখা মেলেনি বলে গ্রামবাসীদের অভিযোগ।

মঙ্গলবার রাতে শিলিগুড়িতেও ছিল বৃষ্টির দাপট, সঙ্গে প্রবল ঝড় হয়। শহরাঞ্চলে বেশ কিছু জায়গায় গাছ পড়ে যায়। শিলিগুড়ির কলেজ পাড়া, হাকিম পাড়া, সেবক রোডের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে। বুধবার সকালে পুরসভার পক্ষ থেকে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে ফেলা হয় বলে খবর। এছাড়া রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ে হায়দার পাড়ার বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়ে।


You might also like!