Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 year ago

Subhendu Adhikari:কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা উন্নয়নের প্রশ্নে ব্যর্থ : শুভেন্দু অধিকারী

Subhendu Adhikari
Subhendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে শীঘ্রই বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত রাজ্যে এই মুহূর্তে ভোটের প্রচারে গিয়ে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  বোকারো বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দলীয় কর্মী ও সমর্থকরা দুপুরে ভিড় জমিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, "বিজেপির সরকার ও ডাবল ইঞ্জিন দরকার। এই রাজ্যে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট সরকার উন্নয়নের প্রশ্নে ব্যর্থ। কংগ্রেস এর রাজ্যসভার সাংসদের হেফাজতে থাকা ৩৫০ কোটি টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে। বর্তমান মুখ্যমন্ত্রীও দুর্নীতিগ্রস্ত। ইতিমধ্যেই জেল হেফাজত থেকে বেরিয়েছেন তিনি। সুতরাং তাদের পক্ষে এ রাজ্যের বাসিন্দাদের কল্যাণে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব নয়।"

এদিকে, চম্পই সোরেন দলবদল করেছেন এবং ঘটনাচক্রে বিজেপিতে সামিলও হয়েছেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইন্ডি জোট প্রসঙ্গে কড়া সমালোচনা করেন তিনি। তিনি আরও বলেন, আগামী একমাস ধরেই ঝাড়খণ্ডের মাটিতে ভোটের প্রচারে উপস্থিত থাকবেন। অন্যদিকে বিরোধীদের কটাক্ষ, তিনি বহিরাগত বলেও অভিযোগ উঠেছে। এই বক্তব্যের প্রেক্ষিতে শ্রী অধিকারীর মন্তব্য, প্রথমতঃ তিনি ভারতীয়। এই প্রসঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ত্রিপুরা এবং ছত্তিশগড়ে ভোট প্রচারে যোগ দিয়েছিলেন। সেখানেও দেখা গেছে কমল চিহ্নকে পছন্দ করছেন মানুষ। প্রসঙ্গত, ঝাড়খণ্ডেও ৯০ লাখ বাঙালি রয়েছেন। সেই কারণে, একজন ছোট কার্যকর্তা হিসেবে কাজ করতে চান তিনি অকপটে জানিয়েছেন। উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধি দল দু'দিনের সফরে এই মুহূর্তে ঝাড়খণ্ডে। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখা ও পুলিশ এবং প্রশাসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও পরিস্থিতি পর্যালোচনায় কাজ প্রত্যক্ষ করতে তাদের এই সফর।

You might also like!