West Bengal

7 months ago

Congress-Trinamool: ফের রাজ্যে প্রত্যাবর্তন করল তৃণমূল-কংগ্রেস জোট প্রসঙ্গ! নয়া পন্থা হাত শিবিরের

Rahul Gandhi & Mamata Banerjee (File Picture)
Rahul Gandhi & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্ডিয়া (INDIA) জোটের অস্তিত্বই সংকটে পড়ে যাবে এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই ছবি বদলে গিয়েছে। আসনরফা চূড়ান্ত হয়েছে উত্তরপ্রদেশ ও দিল্লির মত রাজ্যে। আসনরফায় বিশেষ কোনো সমস্যা নেই বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যে। এবার বাংলাতেও ফের তৃণমূলের সঙ্গে আলোচনা শুরুর পথে কংগ্রেস।
কংগ্রেসসূত্রে জানা গিয়েছে দলের তরফে আসনরফা নিয়ে তৃণমূলকে (TMC) নয়া প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব অনুসারে বাংলার ৪২ আসনের মধ্যে ৬টি আসন চাইবে কংগ্রেস। তৃণমূল আগে জানিয়ে দিয়েছিল, বাংলায় কোনওভাবেই দুইয়ের বেশি আসন ছাড়া হবে না হাত শিবিরকে। কিন্তু কংগ্রেস সূত্রের দাবি, বাংলায় আসনের বদলে অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয়, তাহলে বাংলায় পাঁচ আসন ছাড়তে রাজি হয়ে যেতে পারে তৃণমূল।
আগেরবারের দুটি আসনের পাশাপাশি, মালদহ উত্তর, রায়গঞ্জ এবং দার্জিলিং আসনগুলি নিয়ে আলোচনা হচ্ছে দুই শিবিরের। তবে, কংগ্রেস (Congress) আরও একটি আসনের দাবি করছে। এর বদলে অসমে তৃণমূলকে দুটি এবং মেঘালয়ে একটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কংগ্রেস সূত্রের দাবি, এই প্রস্তাব নিয়ে আলোচনা এ পর্যন্ত ইতিবাচক। সব ঠিকঠাক হয়ে গেলে দ্রুত আসনরফার কথা ঘোষণা করে দেওয়া হবে। কংগ্রেস সূত্র বলছে, অখিলেশ এবং কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে কংগ্রেসের রফা চূড়ান্ত হওয়ার পর মমতাও সুর নরম করেছেন।
যদিও তৃণমূল সূত্রে এই খবরের কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জোট সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস-সিপিএমের সঙ্গে ঘর করছে। ওদের একটা আসনও ছাড়বে না তৃণমূল। সেই অবস্থান থেকে সরে আসার কোনও ইঙ্গিত প্রকাশ্যে এখনও দেয়নি এ রাজ্যের শাসকদল। তবে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এবং বামেদের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনা শুরু করেনি।  

You might also like!