West Bengal

7 months ago

NANDIGRAM CLASH: নন্দীগ্রামের মহম্মদপুর বাজারে তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপি মন্ডল সভাপতির বচসা

NANDIGRAM CLASH (File Picture)
NANDIGRAM CLASH (File Picture)

 

হুগলি, ১৮ ফেব্রুয়ারি: সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে, ২১ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার।

রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল। সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মন্ডল ১ এর সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে।।এই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূলের অভিযোগ প্রচার চলাকালীন বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয়। অপরদিকে বিজেপির অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। তারই প্রতিবাদ করা হয়েছে।এই বচসাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে।

You might also like!