Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

West Bengal

10 months ago

Adhirranjan Chowdhury:“রাজ্য সরকার সমস্ত রকম ভাবে আন্দোলনকে ব্যাহত করতে চাইছে”, কটাক্ষ অধীরের

Adhirranjan Chowdhury
Adhirranjan Chowdhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- “রাজ্য সরকার সমস্ত রকম ভাবে এই আন্দোলনকে ব্যাহত করতে চাইছে। তাই কংগ্রেস দলের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন, গণতান্ত্রিক মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।” শনিবার সামাজিক মাধ্যমে এই বার্তা দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

তিনি লিখেছেন, “বিগত ২ মাসেরও বেশি সময় ধরে রাত দখল, মিছিলের মধ্য দিয়ে আর জি করের চিকিৎসকের ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার প্রতিবাদে সামিল হতে দেখা গেছে সর্বস্তরের সাধারণ মানুষকে।

‘প্রতিবাদের স্বর’কে স্তব্ধ করতে সরকার, পুলিশ ও শাসক দলের দুষ্কৃতীরা প্রতিমুহূর্তে প্রচেষ্টা চালাচ্ছে... মিথ্যা মামলায় প্রতিবাদীদের জেলবন্দী করে আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইছে তাঁরা।

দিন তিনেক আগে কয়েকজন প্রতিবাদী বিচারের দাবিতে স্লোগান দেওয়ায় তাঁদেরকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ১০ দফা দাবিতে জুনিয়ার চিকিৎসকদের অনশন শুরু হয়েছে গত শনিবার সন্ধ্যা থেকে। অনশনকারী কয়েকজন চিকিৎসকের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক! অথচ বাংলার মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদাসীন।কংগ্রেস কর্মীদের বলবো দলীয় পতাকা ছাড়া আপনারাও এই আন্দোলনে অংশগ্রহণ করুন।”

You might also like!