West Bengal

7 months ago

Arambagh Sub Divisional Court : জামিন করাতে এসে মক্কেলের সঙ্গে মারামারি ক্লার্কের! উত্তেজনা আরামবাগ মহকুমা আদালতে

Arambagh Sub Divisional Court (File Picture)
Arambagh Sub Divisional Court (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক মক্কেলের সঙ্গে একজন ল-ক্লার্কের মারামারি বাধল জামিন করাতে এসে। মহকুমা আদালত চত্বরে উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। মক্কেল রবি চৌধুরী ও ল-ক্লার্ক গুরুপদ পাত্র দু'জন দু'জনকে বেধড়ক মারধর করেন। ঘটনাসূত্রে দু'জনেই আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ল-ক্লার্কদের অভিযোগ, এ দিন রবি চৌধুরী ও তাঁর মা ঝর্না চৌধুরী জামিনের টাকা দিতে অস্বীকার করেন। এই নিয়েই মক্কেল রবি ও ল-ক্লার্ক গুরুপদের মধ্যে বচসা শুরু হয়। এর পরেই শুরু হয় মারধর। ঝর্নার অভিযোগ, ছেলেকে বেধড়ক মারধর করেন ল-ক্লার্করা। মারধরের জেরে আহত মক্কেল রবি চৌধুরী আদালত চত্বরেই বেশ কিছুক্ষণ পড়ে ছিলেন।

পরে ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এসে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। আরামবাগের বিশিষ্ট আইনজীবী সুকান্ত হালদার বলেন, 'আগের দিনের টাকা বাকি থাকাকে কেন্দ্র করে এই ঘটনা। আদালতের কাজে কিছু বহিরাগত এসেছিল। তাদের মধ্যেও বচসা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টা সত্যিই অপ্রীতিকর।'

ল-ক্লার্ক সংগঠনের সভাপতি সনাতন সামুই বলেন, 'এই ঘটনার জন্য আমরা দুঃখিত। এই রকম ঘটনা আরামবাগ আদালতে কোনও দিন ঘটেনি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়া হবে।' সব মিলিয়ে আদালতে মারপিটের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। পাশাপাশি আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।


You might also like!