West Bengal

7 months ago

Jalpaiguri:আদিবাসী জনজাতির আন্দোলনকে ঘিরে দিনভর উত্তপ্ত মাল শহর

The city of Mal is hot all day long around the movement of indigenous peoples
The city of Mal is hot all day long around the movement of indigenous peoples

 

মালবাজার  : আদিবাসী জনজাতির আন্দোলনকে ঘিরে দিনভর উত্তপ্ত জলপাইগুড়ির মাল শহরে। মাল বাসস্ট্যান্ডের আদিবাসী সহায়তা কেন্দ্র থেকে মিছিল বের করে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এবং আদিবাসী সংগঠন। পরিষদের তরফে বলা হয়, মালের বিডিও কার্যালয় চত্বরে ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের আওতায় জয় জোহার গেস্ট হাউস রয়েছে। দ্বিতল ভবনে অতিথি আবাস এবং দপ্তরও আছে। পরিষদের রাজ্য কমিটির সভাপতি বীরসা তিরকির অভিযোগ, গত ১৫ ফেব্রুয়ারি মালের বিডিও এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা সেখানে তালা লাগিয়ে দিয়েছে। নানা কটুক্তিও করা হয়েছে। এতে আদিবাসী জন সমাজে ক্ষোভ বাড়ে। এর প্রতিবাদেই এই আন্দোলন। মিছিল বাসস্ট্যান্ড থেকে মহকুমা শাসক করণে পৌঁছোয়। জাতীয় সড়কে বিডিওর কুশপুতুল দাহ করা হয়। জাতীয় সড়কেই আন্দোলনকারীরা বসে পড়েন। তুমুল স্লোগান চলে। সড়ক অবরুদ্ধই থাকে। যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। দূরদূরান্তের যানবাহনগুলো শহরের কলোনি স্টেশন রোডের ঘুরপথ দিয়ে যাতায়াত করে। তীব্র যানজট তৈরি হয়। অবশেষে মহকুমা শাসকের সঙ্গে আলোচনার পর বিকেলে আন্দোলন প্রত্যাহার হয়।


You might also like!