West Bengal

7 months ago

Awas Yojana: আবাস নিয়ে 'ডেডলাইন' বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবাস যোজনার বাড়ি নিয়ে পুরুলিয়ার সভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে কার্যত আবাস যোজানার টাকা দেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ ঘোষণা, ১ এপ্রিলের মধ্যে কেন্দ্র টানা না দিলে সেই টাকা দেবে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের টাকাতেই তৈরি হবে বাড়ি। লোকসভা ভোটের আগে এটিকে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '১ এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য, আদিবাসীদের জমি কোনওমতেই কেড়ে নেওয়া হবে না, আদিবাসীদের জমি হস্তান্তরও করা যাবে না।' তিনি বলেন, 'পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেসে যে ১১ লাখ বাড়ি আছে তালিকায়, যাঁরা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব।' এছাড়া আদিবাসীদের জন্য সংশ্লিষ্ট উন্নয়ন বোর্ড থেকে ও দফতর থেকে বাড়ি তৈরি করা হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

You might also like!