West Bengal

7 months ago

Sandeshkhali Incident: প্রিভিলেজ কমিটির নোটিসকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যসচিব

Supreme Court (File Picture)
Supreme Court (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুকান্ত মজুমদার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে অসুস্থ হয়ে পড়েন। লোকসভার প্রিভিলেজ কমিটি মুখ্যসচিব, ডিজি-সহ পাঁচ আধিকারিককে তলব করে বিজেপি সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে। আধিকারিকদের হাজির হওয়ার কথা ছিল সোমবারই। তবে তার আগে নোটিসকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে মৌখিক আবেদন করা হয়েছে।

এর আগেই অবশ্য দিল্লিতে না যাওয়ার কথা রাজ্য প্রশাসনের তরফে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। সামনেই লোকসভা ভোট। ৪ মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে। তাই এখনই মুখ্যসচিব বি পি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ রাজ্য প্রশাসনের পাঁচ আধিকারিকের দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না বলেই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি, সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসা হয় সুকান্তর। তাঁর অভিযোগ ছিল, তাঁকে পুলিশ যেতে বাধা দেয়। উলটো দিকে বিজেপির লোকজন ইট ছোড়ে বলেও পালটা অভিযোগ ওঠে। গন্ডগোলের জেরে টাকিতেই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। এনিয়ে সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানান তিনি। সেই ঘটনায় লোকসভার লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি পদক্ষেপ করে বৃহস্পতিবার। মুখ‌্যসচিব, ডিজি ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে দিল্লিতে তলব করা হয়।

You might also like!