West Bengal

6 months ago

Bolpur: পোস্টার বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়ার বিরুদ্ধে! গৃহবধূ বলেই কি ক্ষোভ? চলছে রাজনৈতিক তরজা

Poster Bolpur BJP candidate against Priya!
Poster Bolpur BJP candidate against Priya!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে সবে একদফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে রয়েছে বাংলার ২০টি আসন। কিন্তু এই তালিকা নিয়ে ক্ষোভ শুরু হয়ে গেল বঙ্গে গেরুয়া শিবিরের একাংশে। বোলপুরের (Bolpur) বিজেপি প্রার্থী, গৃহবধূ তথা দলের একনিষ্ঠ কর্মী প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়ল নানুর, কীর্নাহারে। ‘প্রিয়া সাহা হটাও’ পোস্টার ঘিরে ফের একবার প্রকাশ্যে এল বোলপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু ঠিক কী কারণে দলের অন্যতম লড়াকু সৈনিক প্রিয়াকে নিয়ে খেপে উঠলেন অন্যান্য কর্মীরা, সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও।

মঙ্গলবার সকালে নানুর, কীর্নাহার বাজার এলাকার বাসিন্দাদের চোখে পড়ে প্রিয়া বিরোধী পোস্টারগুলি (Poster)। কোনও পোস্টারে লেখা – ‘প্রিয়া সাহা হটাও/ বিজেপি বাঁচাও’। কোনওটায় লেখা – ‘প্রিয়া সাহা বিজেপি প্রার্থী, মানছি না, মানব না।” কোনও পোস্টারে আবার বিজেপি প্রার্থী পরিবর্তনের দাবি।

বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির (BJP) প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়েছে একের পর বিতর্ক। বোলপুরের মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে বিজেপির শীর্ষ নেতৃত্ব কেন সাঁইথিয়ার এক গৃহবধূকে প্রার্থী করল, সেই প্রশ্ন উঠেছে। গুঞ্জনও ছড়িয়েছে বিস্তর। বিজেপির কর্মী, সমর্থকদের একাংশের মত, বোলপুরের কোনও বিশিষ্ট মানুষ অথবা বিশ্বভারতীর কোনও অধ্যাপক প্রার্থী হলে তাহলে হয়তো কিছুটা হলেও লড়াই জোরদার হতো। মনোবল বাড়ত কর্মীদের। কিন্তু তা হয়নি। তারই মধ্যে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর বিজেপি নেতা অনুপম হাজরার সোশাল মিডিয়া (Social Media) পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়। এবার প্রিয়ার বিরুদ্ধে নতুন করে পোস্টার ঘিরে দলের অন্দরের সেই ঝামেলা আরও প্রকাশ্যে চলে এল।

এনিয়ে প্রিয়া সাহার প্রতিক্রিয়া,”কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব প্রার্থী নির্বাচন করেছেন। এটা প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াই। আমরা সকলেই নরেন্দ্র মোদির সৈনিক হিসেবে কাজ শুরু করেছি। কে কোথায় পোস্টার দিল, কিছু যায় আসে না। ভোট প্রচারে মানুষের উচ্ছ্বাস প্রমাণ করছে ভোট সঠিক জায়গাতেই পড়বে।” উল্লেখ্য, প্রিয়া এর আগে সাঁইথিয়া কেন্দ্র থেকে একুশের বিধানসভা ভোটে লড়াই করেছিলেন।

You might also like!