Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

West Bengal

4 months ago

Narayana School Authority's initiative: নারায়ণা স্কুল কর্তৃপক্ষের উদ্যোগ, পশ্চিমবঙ্গে নতুন স্কুল ও পরিষেবা বৃদ্ধিতে জোর

Narayana School Authority's initiative
Narayana School Authority's initiative

 

কলকাতা, ১ মার্চ : পড়ুয়াদের কল্যাণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেই চলেছে দক্ষিণ ভারতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নারায়াণা স্কুল কর্তৃপক্ষ। সাম্প্রতিক শেষ হওয়া ৪৮-তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলাতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তারা। এবার স্কুল পাঠ্যক্রমের অন্তর্গত নানা বিষয় ছাড়াও নৃত্য, সঙ্গীত, রেডিও জকি, খেলাধূলা - যেমন দাবা ও ফুটবল সমেত অন্যান্য ক্ষেত্রে সুদূরপ্রসারী চিন্তাভাবনার বাস্তব রূপায়ণে পরিকল্পনা নেওয়া হয়েছে।

এরই অঙ্গ হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ফুটবলার মেহতাব হোসেন, মুম্বইয়ের বিখ্যাত মিউজিক স্কুল ফার্টাডোস ও গুরগাঁওয়ের মিউজিক স্কুল টোরিন্স ও রেডিও জকি ভরুণ প্রমুখের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হয়েছেন। অচিরেই এর সুফল মিলবে বলে আশাপ্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে ২৩টি স্কুল রয়েছে পশ্চিমবঙ্গে। আরও ৮টি নতুন স্কুল শীঘ্রই উন্মুক্ত হতে চলেছে। এর ফলে মোট ৩১টি স্কুলের পরিষেবা বৃদ্ধি করতে চলেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, নারায়াণা স্কুল পশ্চিমবঙ্গ ও নারায়াণা ইন্টারন্যাশনাল স্কুলের তরফে, আ্যকাডেমিক হেড প্রিয়াঙ্কা মুখার্জি কলকাতা প্রেস ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র‍্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি, বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন, রেডিও জকি ভরুণ, মুম্বাইয়ের বিখ্যাত মিউজিক স্কুল ফার্টাডোস এবং গুরগাঁওয়ের মিউজিক স্কুল টোরিন্সের প্রতিনিধিরাও।

You might also like!