West Bengal

4 months ago

Mamata Banerjee: ভোট সপ্তমীর আগে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ মমতার! X হ্যান্ডেলে কি লিখলেন তিনি?

Mamata Banerjee tweeted to aware BJP (File Picture)
Mamata Banerjee tweeted to aware BJP (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গসফরে নরেন্দ্র মোদি আসলেন যেদিন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের পরামর্শ দিয়েছেন। নিজেদের নামের আগে প্রাক্তন লেখার অভ্যাস করতে বললেন তিনি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, “বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত এবং টেলিপ্রম্পটারে বিশ্বাসী, তাঁকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।”

রাজ্যে ৬ দফার ভোট হয়ে গিয়েছে। আর বাকি মাত্র এক দফা। আগামী ১ জুন, বঙ্গের ৯টি লোকসভা আসনে ভোটাভুটি। ওইদিন বাকি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। শেষ দফার ভোটপ্রচারে আপাতত ব্যস্ত নেতা-মন্ত্রীরা। বঙ্গসফরে নরেন্দ্র মোদি। নির্বাচনী আবহে এই প্রথমবার মেটিয়াবুরুজে একসঙ্গে জনসভা করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসমর্থনের নিরিখে কোন দল জয়ের হাসি হাসবে, তা জানা যাবে আগামী ৪ জুন। তার আগে X হ্যান্ডেলে মমতার পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

You might also like!