West Bengal

7 months ago

Lakshmir Bhandar : আরও জলদি মিলবে লক্ষ্মী ভাণ্ডার! নয়া নির্দেশিকা অর্থ দপ্তরের

Lokkhir Bhandar Scheme (File Picture)
Lokkhir Bhandar Scheme (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দফতর। এবার আরও দ্রুত পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। জানা গিয়েছে, এই সামাজিক প্রকল্প ছাড়াও কৃষকবন্ধু ও জয় বাংলা পেনশনের জন্য আর রাজ্যের অর্থ দফতরের অনুমতি লাগবে না। ঠিক কী জানা যাচ্ছে? কী নির্দেশ দেওয়া হচ্ছে? জেনে নিন বিস্তারিত

কোন কোন প্রকল্পের ক্ষেত্রে এই উদ্যোগ চালু করা হচ্ছে?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোন কোন প্রকল্পের ক্ষেত্রে এই উদ্যোগ চালু করা হতে চলেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু ও জয় বাংলা পেনশন-এই তিনটি সামাজিক প্রকল্পের জন্য নতুন এই নিয়ম চালু হতে চলেছে। এই তিনটি প্রকল্পের উপভোক্তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই খুশির খবর এই নয়া সিদ্ধান্ত।

এই উদ্যোগ চালু হলে কোন কোন ক্ষেত্রে সুবিধা?

সূত্রের খবর, অর্থ দফতরের অনুমোদন পেতে যদি দেরি হত সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে সামান্য বিলম্ব হচ্ছিল। তাৎপর্যপূর্ণভাবে এই ধরনের সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে টাকা পাঠানোর জন্য অর্থ দফতরের অনুমতির প্রয়োজন পড়ত।

উল্লেখ্য, সংশ্লিষ্ট দফতরগুলি থেকে অর্থ দফতরে ফাইল আসতে কিছুটা দেরি হয়। কিন্তু, যাতে সময়ে টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা না হয় সেই জন্য এবার বড় পদক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাধারণ নিয়ম অনুযায়ী, এই প্রকল্পগুলির জন্য যে ট্যাক্স বরাদ্দ করা হয় তা অর্থ দফতরের একটি বিশেষ শাখার অনুমোদন সাপেক্ষে প্রকল্পগুলির সংশ্লিষ্ট দফতরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

এরপর সেখান থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছয় সেই অর্থ। এবার থেকে গ্রুপ টি-র অনুমোদন ছাড়াই সংশ্লিষ্ট দফতরের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপর যাঁরা ওই প্রকল্পগুলির গ্রাহক তাঁকে সেই টাকা পাবেন। সম্প্রতি অর্থ সচিব এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছেন।

প্রসঙ্গত, রাজ্য়ের চালু করা অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। চলতি বছরের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য ছিল বড় চমক। জেনারেলরা এই প্রকল্পে পেতেন ৫০০ টাকা। এবার থেকে তাঁরা পাবেন ১০০০ টাকা এবং SC-ST মহিলারা পাবেন ১২০০ টাকা। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর খুশি লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা।

You might also like!