West Bengal

7 months ago

Governor CV Anand Bose in Chopra :চোপড়ায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দেখা করলেন নিহত ৪ শিশুর পরিজনদের সঙ্গে

Governor CV Anand Bose in Chopra
Governor CV Anand Bose in Chopra

 

চোপড়া, ২০ ফেব্রুয়ারি : কয়েক দিন আগে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিএসএফ-এর কাটা নর্দমায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়েছিল। তার পর বিএসএফ-এর শাস্তির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তৃণমূলের প্রতিনিধিদল রাজভবনে গিয়ে দাবি জানিয়ে এসেছিল, রাজ্যপালকে চোপড়ায় যেতে হবে। সেই দিনই সিভি আনন্দ বোস কথা দিয়েছিলেন তিনি যাবেন। সেই মতো মঙ্গলবার চোপড়ায় গিয়েছেন রাজ্যপাল বোস।

মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছন রাজ্যপাল। এরপর দুপুরে তিনি চোপড়ার চেতনাগাছে গিয়ে দেখা করেন নিহত শিশুদের পরিজনদের সঙ্গে। রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশুদের পরিবারের সদস্যরা। রাজ্যপাল বোস বলেছেন, "এটা খুবই বেদনাদায়ক, এখানে চারটি ছোট শিশু প্রাণ হারিয়েছে, পরিবারের জন্য, সমাজের জন্য একটা বিরাট ক্ষতি। আমি গ্রামের সমস্যাগুলি মানুষদের কাছ থেকে শুনব, বিশেষ করে বাবা-মা যারা নিজেদের সন্তানদের হারিয়েছে। আমরা অবশ্যই প্রতিটি ফোরামে এটি নিয়ে যাব...এই বিষয়গুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে তোলা হবে।"


You might also like!