West Bengal

7 months ago

Howrah Station: বিপুল সোনা উদ্ধার হাওড়া স্টেশনে! ঘটনায় গ্রেফতার ১

Huge gold recovery Howrah station! Arrested in the incident 1
Huge gold recovery Howrah station! Arrested in the incident 1

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওড়া স্টেশনে আরপিএফ নর্থ পোস্ট হাওড়া ও জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে উদ্ধার করল প্রায় ১ কোটি ৩৭ লাখ বাজার মূল্যের সোনা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনে এক ব্যক্তির উপর প্রাথমিকভাবে সন্দেহ হয় তাঁদের। হাওড়ার নয় নম্বর প্ল্যাটফর্মের কাছে দেখা মেলে একটি কালো ব্যাগের। যার প্রেক্ষিতে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

ওই ব্যাগের ভিতরে আদতে কি রয়েছে? এমন প্রশ্ন করা হয় সন্দেহভাজন ব্যাক্তিটিকে। তবে এই প্রশ্নের কোনো জবাব না মেলায় তাঁর ব্যাগ খুলে দেখা যায় সেখানে রয়েছে বিপুল সোনার গহনা। তবে এই গয়নাগুলির বৈধ কাগজ তলব করে সেটাও পাওয়া যায়নি। বরং তাঁর কাছ থেকে একটি রিজার্ভেশন টিকিট পাওয়া যায় এত গয়না নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি? এই প্রশ্ন করা হলেও কোনও জবাব তিনি দেননি।

এরপর তাঁকে পোস্টে নিয়ে যাওয়া হয় এবং ওই ব্যক্তির কাছে থাকা সোনার গয়নাগুলির ওজন করা হয়। তাতে দেখা যায় ২ কেজি ৬৮০ গ্রাম সোনা রয়েছে যার বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ। কোথা থেকে তাঁর কাছে এল এত গয়না? এই নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, কোনও সদুত্তোর না পাওয়া গেলে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর তাঁকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। জানা গিয়েছে, আটক হওয়া ওই ব্যক্তির নাম বিভাস অদক। তাঁর বয়স ৪২ বছর। দক্ষিণ খালনা, জয়পুর হাওড়ার বাসিন্দা তিনি।

You might also like!