West Bengal

6 months ago

Arjun Singh: তৃণমূলের তরফ থেকে টিকিট মেলেনি তাঁর! প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন

Arjun Singh
Arjun Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপির টিকিটে সাংসদ পদে জয়ী হয়েও ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন অর্জুন সিং। রাজনৈতিক মহল প্রায় ধরেই নিয়েছিল ব্যারাকপুরে তিনিই ফের রাজ্যের শাসক দলের প্রার্থী হবেন।  ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং প্রার্থী হওয়ার আশা নিয়েই রবিবার ব্রিগেড ময়দানে পা রেখেছিলেন। কিন্তু কিন্তু অর্জুন এবং তাঁর অনুগামীদের অবাক করেই ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে মন্ত্রী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপর থেকেই শুরু হয় জল্পনা, তবে কি বিজেপিতে ফিরে যাবেন অর্জুন সিং? 

যদিও অর্জুন সিং সোমবার দাবি করেছেন বিজেপির সঙ্গে তাঁর এখনও কোনো কথা হয়নি। তবে তিনি যে বিজেপিতে ফিরবেন না এই বিষয়ও তিনি কিছুই স্পষ্ট করেননি। এদিন অর্জুন বলেন, ”আমার দুর্ভাগ্য আমি টিকিট পেলাম না। টিকিট না পাওয়ার জন্য কাউকে দোষ দেব না। ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয়েছে। পার্থ ভৌমিকের সঙ্গেও আমার কথা হয়েছে। কাল আঘাত পেয়েছিলাম। আজ এতটু ধাতস্থ হয়েছি। সব দিক ভেবে সিদ্ধান্ত নেব। বিজেপির সঙ্গে আমার কোনও কথা হয়নি। এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।” অর্জুন জানিয়েছেন, লোকসভা ভোটে তিনি রাজনীতিকের ভূমিকা পালন করবেন।

যদিও অর্জুনের এই 'সব দিক ভেবে সিদ্ধান্ত নেব' এই মন্তব্য নিয়ে জল্পনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। রবিবার জল্পনা ছড়ায় অর্জুন সিং তৃণমূলের থেকে টিকিট না পেয়ে ফের বিজেপিতে যোগদান করবেন। বিস্ফোরক অভিযোগ তুলে অর্জুন অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ ঘনিষ্ঠ মহলে অর্জুন দাবি করেছেন, তাঁকে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে৷ শুক্রবার পর্যন্ত তাঁর নামই ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পাকা হয়েছিল বলেও দাবি করছেন অর্জুন ঘনিষ্ঠরা৷ শেষ পর্যন্ত রবিবার সকালে হোয়াটসঅ্যাপে অর্জুনকে জানানো হয় তাঁকে প্রার্থী করা হচ্ছে না৷

রাখঢাক না করেই অর্জুন সিং বিস্ফোরক অভিযোগ করে রবিবার অর্জুন বলেছিলেন, ‘দল আমাকে এটা বলেই এনেছিল যে আপনাকে ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে৷ যদি একথা না বলত, তাহলে তো আমি দলে আসতাম না৷ এটা তো বিশ্বাসভঙ্গের মতো বিষয় হয়ে গেল৷ দেড় বছর ধরে আমি দলের জন্য খাটলাম৷ আজকে কর্মীদের সঙ্গে কথা বলে যা সিদ্ধান্ত নেওয়ার নেবো৷’ তাঁকে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল, সেকথা রবিবারও স্বীকারও করে নিয়েছেন অর্জুন সিং৷ যদিও মুখে তিনি দাবি করেছেন, টিকিট না পেয়ে তাঁর মনে কোনও ক্ষোভ নেই৷ অর্জুন বলেন, ‘আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছিল৷ আমি তো প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদী ছিলাম৷ কারণ আমাকে সেরকমই বলা হয়েছিল৷ প্রার্থী হচ্ছি ভেবেই ব্রিগেডে গিয়েছিলাম৷ যাই হোক, দিদিমণি আমার গুরুজন৷ উনি যা ভাল মনে করেছেন, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেবো৷” 

You might also like!