West Bengal

4 days ago

Dilip: অভাবী, কৃতী পড়ুয়ার বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দিলীপের

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

মালদা, ২৪ জুন: মালদার এক অসহায়, কৃতী পড়ুয়ার বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শহরের শুভঙ্কর বাঁধে প্রাতঃভ্রমণ, মালদা টাউন হল সংলগ্ন এলাকায় শাখায় এবং চা চক্রে যোগ দিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপবাবু। মালদা ইংরেজবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গ্রীন পার্ক মনসা তলা বস্তির বাসিন্দা সদ্য আইআইটিতে প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পাওয়া ছাত্র অভিজিৎ রায়ের বাড়িতে যান দিলীপ ঘোষ।

ওই ছাত্রের সাথে দেখা করেন আগামী দিনে তাঁর পুরনো জায়গা খড়্গপুরে ছাত্রটির পড়াশোনা করতে যাতে কোনও অসুবিধা না হয় তার প্রতিশ্রুতিও দেন। অভিজিৎ রায় সদ্য আইআইটি-তে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দাদু কয়লা বিক্রি করে ও টোটো চালিয়ে এই ছাত্রকে মানুষ করেছেন। বাবা নিখোঁজ এবং মা মানসিকভাবে ভারসাম্যহীন। দিলীপ ঘোষ বাড়িতে আসায় খুশি ছাত্রের পরিবার।

You might also like!