দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত বছর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন সলমন খান। কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বলিউডের ভাইজানের। এবার কড়া নিরাপত্তা আর বুলেটপ্রুফ গাড়িকে পাশে সরিয়ে, মুম্বইয়ের রাস্তায় নেমে এলেন খোদ ‘দাবাং’ সলমন। ঢাক–ঢোলের তালে, পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে এই নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল মুম্বই শহর। আর মুহূর্তের মধ্যেই গণেশ বিসর্জনের সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।
সুপারস্টার সুলভ হাবভাবের লেশমাত্র নেই! পরনে সাদামাটা ধূসর টিশার্ট আর জিন্স। পায়ে চপ্পল। ঢোল-তাশার তালে রাস্তার মাঝে দেদার নাচ সল্লু মিঞার। তাঁকে ঘিরে নাচতে দেখা যায় বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুষ শর্মা-সহ আরও অনেককে। সলমনদের বাড়ির গণপতি বিসর্জনে অংশ নিয়েছিলেন সোনাক্ষী সিনহা, জাহির ইকবালও। হাজার হোক, ভাইজানই তাঁদের সম্পর্কের ‘অনুঘটক’। সেইসূত্রে সলমনের সঙ্গে দাবাং মেজাজে পাওয়া গেল তারকাদম্পতিকেও। আর ভাইজানের সেসব নাচের ভিডিওই বর্তমানে নেটপাড়া কাঁপাচ্ছে।
মুসলিম হলেও হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মান সলমন খানের। তিনি আদতে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। বরাবর একথা বলে এসেছেন ভাইজান। মুসলিম হলেও ফি বছর নিজের বাড়িতে গণেশ পুজো করেন বলিউড সুপারস্টার। বর্তমানে অবশ্য সেই পুজোর ভার বর্তেছে তাঁর বোন অর্পিতা খান শর্মার উপর। বিয়ের পর থেকে বিগত কয়েক ধরেই শ্বশুরবাড়িতে স্বামী আয়ুষ শর্মাকে নিয়ে জমজমাট পুজোয় আয়োজন করে আসছেন তিনি। পুজোর কটা দিন সলমন-সহ খান পরিবারের বাকি সদস্যরাও পৌঁছে যান অর্পিতার বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি। চলতিবার খান পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে আরতি করতে দেখা যায়। মা-বাবা, ভাই-বোন, ভগ্নিপতিদের নিয়ে গজাননের আরতি করেন সলমন খান। যে দৃশ্য দেখে আরও একবার ‘সংস্কারি ফ্যামিলি ম্যান’-এর আখ্যা পেলেন সলমন খান।