Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Festival and celebrations

5 days ago

DIY Candle: কেমিক্যাল নয়, এবার প্রাকৃতিক সুগন্ধ! এই দীপাবলিতেৎসহজ উপায়ে বানান সুগন্ধি মোমবাতি

Homemade DIY Candle
Homemade DIY Candle

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিওয়ালির আলোয় যখন সমগ্ৰ ঘর আলোকিত হয়ে ওঠে, তখন যদি সেই আলোয় মিশে যায় হালকা, মন ছুঁয়ে যাওয়া সুগন্ধ, তা হলে উৎসবের আনন্দ যেন আরও বেড়ে যায়। বাজারচলতি সুগন্ধিযুক্ত মোমবাতি যেমন দামি, তেমনি তাতে থাকে নানা কেমিক্যাল। তার বদলে এ বার চেষ্টা করুন ঘরোয়া উপায়ে, প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে নিজেই বানিয়ে নিতে সুগন্ধি মোমবাতি— একদম সহজ ও নিরাপদে।

বাড়িতে সুগন্ধিযুক্ত মোমবাতি বানাতে যে উপকরণগুলো লাগবে—

সয়া ওয়াক্স বা প্যারাফিন ওয়াক্স – মোম তৈরির মূল উপাদান, এসেনশিয়াল অয়েল – ল্যাভেন্ডার, রোজ, জেসমিন বা ভ্যানিলা, নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। কটন উইক (সুতোর সলতে) – এটি বাজারে সহজলভ্য, গ্লাস জার বা ছোট বাটি – সঠিক আকৃতি দেওয়ার জন্য। রং (ইচ্ছে হলে) – এক্ষেত্রে খাবার রং (ফুড কালার) বা ক্রেয়নের টুকরো ব্যবহার করা যেতে পারে। ডাবল বয়লার বা মাইক্রোওভেন সেফ বোল – মোম গলানোর জন্য।

প্রস্তুতির ধাপগুলি জেনে নিন

১. মোম গলিয়ে নিন: ডাবল বয়লার পদ্ধতিতে ধীরে ধীরে ওয়াক্স গলিয়ে নিন। একদম ফুটতে দেবেন না, শুধু গলে যাওয়া পর্যন্ত গরম করতে হবে।

২. সুগন্ধ ও রঙ মেশানো: মোম একটু ঠান্ডা হলে তাতে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল ও রঙ মিশিয়ে নিন। অতিরিক্ত অয়েল দিলে মোমবাতি ঠিকভাবে জ্বলবে না।

৩. সলতে বসান: গ্লাস জার বা ছাঁচের মাঝখানে সলতেটি সেট করে দিন। চাইলে সলতের মাথা ধরে রাখতে কাঠি ব্যবহার করতে পারেন।

৪. মোম ঢেলে দিন: ধীরে ধীরে গলানো মোম ঢালুন যাতে তার মধ্যে ফেনা না হয়। ঠান্ডা হতে দিন অন্তত ৪-৫ ঘণ্টা।

৫. শেষ ধাপ: পুরোপুরি শক্ত হলে সলতের অতিরিক্ত অংশ কেটে দিতে হবে। চাইলে উপরে শুকনো ফুল বা দারচিনির টুকরো বসিয়ে দিন সাজানোর জন্য।

কেন নিজের হাতে মোমবাতি বানাবেন?

এটি রাসায়নিকমুক্ত ও পরিবেশবান্ধব। ঘরের সাজে নতুনত্ব আনে। প্রিয়জনকে উপহার হিসেবেও দিতে পারেন। পছন্দমতো ঘ্রাণ ও রঙ বেছে নেওয়ার স্বাধীনতা থাকছে। দিওয়ালি শুধু আলোর উৎসব নয়, ভালবাসা আর ইতিবাচকতারও প্রতীক। তাই এ বার ঘরকে সাজান নিজের হাতে বানানো সুগন্ধিযুক্ত মোমবাতিতে। আলো ছড়াক, সুবাস ভরে যাক, আর ঘরে ঘরে থাকুক আনন্দের মিষ্টি আবেশ।

You might also like!