West Bengal

7 months ago

CPM left the opposition protest: শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে বিরোধীদের প্রতিবাদ, আলোচনা ছেড়ে বেরিয়ে গেল সিপিএম

CPIM (File Picture)
CPIM (File Picture)

 

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: শিলিগুড়ি পুরনিগমের বাজেট নিয়ে বিরোধীদের প্রতিবাদে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরনিগমে। শুক্রবার আলোচনা ছেড়ে বেরিয়ে গেল সিপিএম।

এদিকে, ইতিমধ্যেই পুরনিগমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বাজেট আলোচনা বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, শিলিগুড়ি পুরনিগমের পানীয় জল পরিষেবা থেকে শুরু করে বস্তির সমস্যা, তীব্র যানজটের সমস্যা থেকে শুরু করে পার্কিংয়ের সমস্যা সমাধানে সঠিক দিশা নেই পুরনিগমের আগামী আর্থিক বছরের বাজেটে। এমন অভিযোগেই এদিন বাজেট আলোচনায় পুরনিগমের শাসকদল তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলোধোনা করার পরিকল্পনা নিয়েছিল বিরোধী দলগুলি। বিশেষ করে সিপিএম ও বিজেপি কাউন্সিলাররা এবারের বাজেটকে দিশাহীন তকমা দিয়ে বাজেট সমর্থনের রাস্তায় হাঁটবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তবে মেয়র গৌতম দেবের পেশ করা বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তৃণমূল কাউন্সিলাররা। যদিও এরই মধ্যে বাজেট আলোচনা বয়কট করেছেন কংগ্রেস কাউন্সিলার সুজয় ঘটক। তাঁর যুক্তি, ‘ক্রমাগত বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের একজন মাত্র কাউন্সিলার বলেও আমাকে উপেক্ষা করা হচ্ছে। সেই কারণে এই কপি পেস্ট বাজেট আমি বয়কট করছি।’

You might also like!