West Bengal

6 months ago

Durgapur: ট্রাকের কেবিনেই রান্না!দেশলাই ধরাতেই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

Coal truck explosion
Coal truck explosion

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার দুপুর অণ্ডালের শীতলপুর কয়লা ডিপোতে কয়লা বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রাকের ভেতর থেকে বিকট শব্দে কেঁপে উঠে এলাকা। ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায় । সেই আগুনে অল্পবিস্তর দগ্ধ হয়ে চিৎকার করতে থাকে ট্রাকের চালক ও খালাসিরা। ছুটে আসেন এলাকার মানুষজন। তাঁরাই চালক ও খালাসিদের উদ্ধার করে। জ্বলন্ত ট্রাকটিতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তাঁরা।চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার জেরে উখড়া-হরিপুর রোডের শীতলপুর মোড় এলাকায় ভরদুপুরে ছড়াল তীব্র চাঞ্চল্য।

সোমবার দুপুর ১২টা নাগাদ উখরা-হরিপুর রোডের শীতলপুর মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে (Truck) আচমকাই আগুন লাগে। আহত হন চালক, খালাসি-সহ তিনজন। ট্রাকের কেবিনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিশিখার পাশাপাশি কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় ও দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাকের ড্রাইভার, খালাসিরা। তাঁদের প্রচেষ্টাতেই বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ায় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনবহাল ফাঁড়ির পুলিশ।

ডিও-র কয়লা পরিবহণের জন্য প্রতিদিনই শীতলপুর মোড়ে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে। এদিনও বেশ কয়েকটি ট্রাক একই কারণে সেখানে দাঁড়িয়ে ছিল। বেলা বারোটা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির কেবিনের ভিতরেই দুপুরে খাওয়ার জন্য রান্না করা হচ্ছিল ছোট স্টোভে। আচমকা স্টোভটি ফেটে কেবিনের ভিতর আগুন লেগে যায়। সেই সময় কেবিনের ভিতর ছিলেন নিন্দি কুমার যাদব, নিশীথ কুমার যাদব ও সন্তোষ কুমার যাদব নামে তিনজন কর্মী। ঘটনায় তাঁরা তিনজনই আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরে স্থানান্তরিত করা হয় অন্ডাল (Andal) মোড়ের একটি হাসপাতালে।


You might also like!