West Bengal

7 months ago

Sheikh Shahjahan Arrest: শাহজাহানকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির! কি বললেন তিনি?

Sheikh Shahjahan & TS Shivagyanam
Sheikh Shahjahan & TS Shivagyanam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি চাঞ্চল্যের অন্যতম মুখ শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতার করার বিষয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে ED। এবার সন্দেশখালি মামলায় উল্লেখযোগ্য মন্তব্য করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি জানালেন, ' তিনি একজন জেলা পরিষদের সদস্য। কোনওভাবেই তিনি আইন অমান্য করতে পারেন না। স্বতঃপ্রণোদিত মামলায় তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিতে পারি।' নাম না করে শাহজাহান প্রসঙ্গে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

পাশাপাশি ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যেতে সমস্যা নেই। শর্ত সাপেক্ষে যেতে বাধা নেই শুভেন্দুর। এদিন প্রধান বিচারপতি বলেন, 'তিনি পালিয়ে বেড়াচ্ছেন। ১৮ দিন কেটে গেলেও কিছু হয়নি। জানি না কেউ তাঁকে নিরাপত্তা দিচ্ছে কি না। তাঁকে না ধরলে ১৪৪ ধারা প্রয়োগের কি অর্থ? সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে।'

উল্লেখ্য, সোমবার বিচারপতি কৌশিক চন্দের ১৪৪ ধারার স্থগিতাদেশের বিরোধিতা করে রাজ্য এদিন প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানিয়েছিল। তারই প্রেক্ষিতে এদিনের নির্দেশ। এদিকে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার এবং আদিবাসীদের জমি দখল করা নিয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা শুনবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার শুনানিতে ইডি ও সিবিআই-কে যুক্ত করা হল। মঙ্গলবার এই নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন, 'আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব রাখা হল।' আগামী সোমবার সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী নির্দেশ দেবে আদালত।


You might also like!