শিলিগুড়ি, ৫ ডিসেম্বর : জাতীয় সড়ক পারাপারের সময় লরির ধাক্কায় মৃত্যু হল চিতাবাঘের। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের কমলা চা বাগান এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে। মৃত্যু হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রাই প্রথম চিতাটিকে জাতীয় সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়েই ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এবং বন দফতরের কার্সিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লরির ধাক্কায় চিতার মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করেছে বন দফতর।