West Bengal

2 months ago

Bye election: রাজ্যের ৬ আসনে উপনির্বাচন নভেম্বরের ১৩-য়, ফল ঘোষণা ২৩ নভেম্বর

Bye election
Bye election

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  আগামী ১৩ নভেম্বর এ রাজ্যের ৬ বিধানসভা আসনের উপনির্বাচন। এই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফল ঘোষণা করা হবে ২৩ নভেম্বর। যে সমস্ত বিধানসভার আসন খালি রয়েছে সেগুলো - উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি। এখনকার প্রাক্তন বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন। মেদিনীপুর থেকে জুন মালিয়া, তালডাংরা থেকে অরূপ চক্রবর্তী, মাদারিহাট থেকে মনোজ টিগ্গা, সিতাই থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া, হাড়োয়া থেকে নুরুল ইসলাম বিধায়ক আসন ছেড়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। এ কারণেই আসন গুলি বিধায়কহীন হয়ে রয়েছে। এদিন ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই ভোটের দামামা বেজে গেল রাজ্যের ৬ আসনে।

You might also like!