West Bengal

4 weeks ago

Kunal Ghosh :৩০২৬ সালেও বিজেপি ক্ষমতায় আসবে না, তোপ কুণাল ঘোষের

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ “বিজেপির রাজ্য সভাপতিকে বলছি, ৩০২৬ সালেও তারা ক্ষমতায় আসবে না। ৩০২৬ সালেও আমরা ক্ষমতায় থাকব। বিজেপি চেষ্টা করেও আসবে না।” তিনি সংবাদমাধ্যমে বলেন, “মা বোনেদের প্রতি যত্নশীল হতে হবে৷ কুৎসা আর চক্রান্ত করে বিভ্রান্ত করলে হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না। তাঁর গুণ নিতে হবে৷ আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।”

এই সঙ্গে সিপিএমকেও একহাত নেন কুণাল। তিনি বলেন, “এরা মানুষ থেকে বিচ্ছিন্ন৷ প্রথম হওয়া দূরের কথা, এরা প্রার্থী খুঁজে পায় না৷ আজ সিপিএমের বিজ্ঞাপন দেওয়া উচিত, একটা রাজ্য সম্পাদক চাই৷ আর অরিজিত সিংয়ের গানটা করুন আর কবে? আর জি করকে কেন্দ্র করে যারা কুৎসার রাজনীতি করেছে, এবার ভেবে নিন, (সুর করে) চক্রান্তকারীর গালে গালে, কুৎসাকারীর গালে গালে, মিথ্যাচারীর গালে গালে, বাকিটা শূন্যস্থান পূরণ করে নেবেন।”

You might also like!