West Bengal

7 months ago

Arjun Singh: রাজের পর এবার অর্জুন! ব্যারাকপুরে আসছে রয়েল বেঙ্গল টাইগার

Arjun Singh & Raj Chakraborty (File Picture)
Arjun Singh & Raj Chakraborty (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর পর এবার ব্যানারে উঠে এল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের নাম। রবিবার ব্যারাকপুর লালকুঠি মোড় এলাকায় ওই ব্যানার সকলের নজরে আসে। ওই ব্যানারে অর্জুন সিং-এর ছবি দিয়ে লেখা হয়েছে 'টাইগার ইজ ব্যাক'। সেই লেখা সহযোগে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের ছবি। একই সঙ্গে ওই ব্যানারে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। ব্যানারের একেবারে নীচে প্রচারে কয়েক জনের নাম লেখা রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার ছিল ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন। তার আগে মঙ্গলবার ব্যারাকপুর লোকসভা অঞ্চল জুড়ে রাজ চক্রবর্তীর ছবি দেওয়া ব্যানারে ছেয়ে যায়। যেখানে বিধায়ক রাজ চক্রবর্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাতে লেখা হয় ‘এ বার ব্যারাকপুরে জনতার রাজ।’

যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা। তবে কি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এ বার তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজ? এ প্রশ্ন উঠতে শুরু করে। সপ্তাহ না ঘুরতেই ব্যারাকপুরের সাংসদের ছবি-সহ তাঁকে বাঘ আখ্যা দিয়ে টাঙানো ব্যানারেরও যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তাঁদের ধারণা, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগে ব্যানারের মাধ্যমে দলের দুই পক্ষই একে অপরকে চাপে রাখার কৌশল হিসেবে এ সব করছে। যদিও সাংসদ অর্জুন সিং বলেন, ‘কে করেছে জানি না। আমি এ সব নিয়ে মাথা ঘামাই না।’

You might also like!