Tripura

9 months ago

Tripura: ত্রিপুরা : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার উদ্বোধন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী

Tripura
Tripura

 

আগরতলা: আগরতলায় ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি ভবনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার উদ্বোধন করে তথ্য প্রযুক্তিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন আগামী ১৫ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

তথ্য প্রযুক্তিমন্ত্রী নলেন, বর্তমান সময়ে স্মার্টফোন শিক্ষার্থীদের অনলাইন কোর্স বা ক্লাসের জন্য খুবই প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ডিভাইস। এই যোজনায় সরকার থেকে প্রত্যেক শিক্ষার্থীকে স্মার্টফোন ক্রয়ের জন্য সর্বোচ্চ ৫ হাজার টাকা সহায়তা দেবে। অনেক অভিভাবকের পক্ষে শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন ক্রয় করা সম্ভব নয়। তাই সরকার মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় সহায়তা দিচ্ছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের বিএমএস পোর্টাল https:ms.tripura.gov.in-এ স্মার্টফোন ক্রয়ের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে। সরকার শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সহায়তা প্রদান করবে। ২০২০-২১ অর্থবছর থেকে এই যোজনাটি বাস্তবায়িত হচ্ছে। ২০২০-২১ অর্থবছরে ৭,২৭৪ জন শিক্ষার্থী, ২০২১-২২ অর্থবছরে ৯,৫৭৯ জন শিক্ষার্থী, ২০২২-২৩ অর্থবছরে ১১,৮৯২ জন শিক্ষার্থী এই যোজনায় উপকৃত হয়েছে। গত ৩ অর্থবছরে ২৮,৭৪৫ জন শিক্ষার্থী এই যোজনায় উপকৃত হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ১৪.৩৭ কোটি টাকা।

You might also like!