Tripura

1 year ago

Dr. Manik Saha:ত্রিপুরা সরকার জনজাতি অংশের মানুষের উন্নয়নে আন্তরিক : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

খোয়াই : রাজ্য সরকার জনজাতি অংশের মানুষের উন্নয়নে আন্তরিক। সরকারের এই আন্তরিকতা ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপে ফুটে উঠেছে। জনজাতিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জনজাতি সম্প্রদায়ের জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন ও জনজাতি অধ্যুষিত এলাকার সার্বিক বিকাশে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার খোয়াই জেলার ধূপছড়া ভিলেজের সরজিৎ দেববর্মার বাড়িতে জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের নিয়ে এক মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

উল্লেখ্য, খোয়াই সফরকালে এদিন মুখ্যমন্ত্রী প্রথমে পদদ্মবিল ব্লকের ওয়ারেনটুবাড়ি ভিলেজের গাইরিনপাড়াতে ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে যান। সেখানে মুখ্যমন্ত্রী শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সেখানে মুখ্যমন্ত্রী শহীদ জওয়ানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী শহীদ জওয়ানের বাড়ির কাছেই নির্মিত শহীদ বেদীতেও শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক রঞ্জিৎ দেববর্মা প্রমুখ। 

You might also like!