Tripura

10 months ago

Manoj Tiwari:প্রন্তবাসিদেরও উন্নয়নে সামিল করার লক্ষ্যে কাজ করছে সরকার, বিধায়ক মনোজ

Manoj Tiwari
Manoj Tiwari

 

ধলাই(ত্রিপুরা), ২২ নভেম্বর : দেশজুড়ে শুরু হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায় । এরই অঙ্গ হিসাবে বুধবার ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয়ে শুরু হল দুদিনের বিকাশ শিবির । এই শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব । তিনি বলেন, প্রত্যেক প্রন্তবাসিকে উন্নয়ন কর্মযজ্ঞে সামিল করে প্রকৃত অর্থে উন্নত দেশ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার । আমাদের ত্রিপুরা সরকারও একই লক্ষ্য নিয়ে কাজ করছে ।

এদিন শিবিরের উদ্বোধনী পর্বে উদ্বোধক তথা প্রধান অতিথি মনোজ কান্তি দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, কমলপুরের মহকুমা শাসক তথা নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক লালরিংনেতা ডারলং, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লাবৈদ্যা । সভাপতিত্ব করেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা। এই উদ্বোধনী পর্বে অতিথিবৃন্দ সাধারণ মানুষের হাতে বিভিন্ন সুবিধা প্রদান করেন । এর পর নগর পঞ্চায়েত, মহকুমা প্রশাসন এবং বিভিন্ন দফতরের স্টল পরিদর্শন করে দেখেন । প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ এদিন শিবিরে উপস্থিত হয়েছিলেন । বৃহস্পতিবার এই শিবির শেষ হবে ।

You might also like!