Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Tripura

6 months ago

Rally of EX Army at Agartala: প্রাক্তন সৈনিকদের জন্যই দেশ আজ সুরক্ষার মজবুত বন্ধনে রয়েছে,লেফটেন্যান্ট জেনারেল

Lt Gen Abhijit S Pendharkar
Lt Gen Abhijit S Pendharkar

 

আগরতলা, ১২ এপ্রিল : এক্স সার্ভিসম্যান বীর নারী এবং বীর মাতাদের চাকরিসহ অন্যান্য সাহায্য সহযোগিতা প্রদানে সেনাবাহিনী সচেষ্ট। শনিবার রাজধানী আগরতলায় শালবাগানস্থিত আর্মি ক্যাম্পে এক্স আর্মিম্যানদের রেলি উপলক্ষে এই কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডারকার। এই রেলিতে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক, বীর নারী এবং বীর মায়েরা অংশগ্রহণ করেন।

শনিবার রাজধানীর শালবাগানের আর্মি ক্যাম্পে প্রাক্তন সেনাদের এক রেলি সংঘটিত করা হয়। এই র‍েলিতে সেনাবাহিনীর আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই রেলি উপলক্ষে প্রাক্তন সৈনিক, বীর নারী এবং বীর মাতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডাকার জানান, প্রাক্তন সৈনিক, বীর নারী এবং বীর মাতাদের কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সেনাবাহিনীর আধিকারিকরা যথেষ্ট সক্রিয়।

তিনি আরো জানান, রাজ্যে এক্স সার্ভিস ম্যান, বীর নারী এবং বীর মাতা সহ মোট ২৬২২ জন রয়েছেন। এর উপর দশ হাজারেরও বেশি মানুষ নির্ভরশীল৷। প্রাক্তন সৈনিক, বীর নারী এবং বীর মাতাদের সাহায্য সহযোগিতা ও সম্মান প্রদান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রাক্তন সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্যই দেশ আজ মজবুত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। এদিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডাকার আরো বলেন, সেনাবাহিনীর ৫৭ নম্বর আরটি ব্রিগেডের আধিকারিকরা প্রাক্তন সৈনিক ,বীর নারী এবং বীর মাতাদের কর্মসংস্থান এবং সাহায্য সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে দাবি জানিয়েছেন। পাশাপাশি ওএনজিসিতে চাকরি প্রদানের জন্য ওএনজিসি'র জেনারেল ম্যানেজারের সাথেও বার্তালাপ চলছে বলে জানান তিনি।


You might also like!